রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo

নাইক্ষ্যংছড়িতে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নাইক্ষ্যংছড়িতে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বান্দরবান, ০৫ জুন, এবিনিউজ : জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম কম্বনিয়া গ্রামে ডিবি পুলিশ আজ সোমবার ভোররাতে অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। একই সময়ে পুলিশ ইয়াবা বিক্রেতা শাজাহান মিয়াকেও গ্রেফতার করে। পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা’র নেতৃত্বে পুলিশ দল জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম কম্বনিয়া গ্রামে অভিযান চালায় ভোররাতে।

এ সময় পুলিশ দল ইয়াবা বিক্রেতা শাজাহান মিয়াকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে এক হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে ডিবি পুলিশ গত রোববার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সদর উপজেলার কয়েকটি এলাকা থেকে। এসব ঘটনায় নাইক্ষ্যংছড়ি ও সদর থানায় ২টি মামলা হয়েছে।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত