![মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/05/graftarr_81685.jpg)
মুন্সীগঞ্জ, ০৫ জুন, এবিনিউজ : মুন্সীগঞ্জ শহরের মানিকপুর থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ মহসিন মৃধা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে মানিকপুরের শহিদুল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে মানিকপুর থেকে ডিবি পুলিশ একটি বিদেশী পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে।
ডিবি ওসি আবুল কালাম আজাদ জানান, ডিবির এসআই মোরশেদ আহম্মেদ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে মহসিনকে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে। এ ব্যাপারে ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯-এ ধারায় সদর থানায় একটি মামলা রুজু করা হইয়াছে।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর