
ঢাকা, ০৭ জুন, এবিনিউজ : ব্রিটেনের নির্বাচনের মতো স্কটল্যান্ডেও মূলধারার রাজনীতিতে মো. ফয়সাল চৌধুরী সক্রিয় হয়ে উঠেছেন। তিনি প্রথমবারের মতো বাংলাদেশি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এডিনবরার সাউথ ওয়েস্ট থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এক সাক্ষাতকারে স্কটল্যান্ডের বাংলাদেশ এ্যসোসিয়েশন গ্লাক্সোর চেয়ারম্যান সারোয়ার হাসান বলেন, যদিও সেখানে স্কটিস ন্যাশনাল পাটি (এসএনবির) শক্তিশালী প্রার্থী রয়েছে, তারপরেও ফয়সাল চৌধুরীর ব্যাপক সম্ভাবনা আছে। সবাই আশা করছে এডিনবরা থেকে এবার প্রথম বাংলাদেশি হিসেবে তিনি নির্বাচিত হবেন।
যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে ব্রেক্সিট অভিবাসন নিরাপত্তার মতো নানা ইস্যুর পাশাপাশি দেশটির স্থানীয় অনেক বিষয় গুরুত্ব পাচ্ছে। নির্বাচনের ৬৫০টি আসনের মধ্যে ইংল্যান্ডে রয়েছে ৫৩৩ এবং স্কটল্যান্ডে পার্লামেন্টের ৫৯টি আসন রয়েছে। জনমত জরিপে প্রধানমন্ত্রী টেরিজা মের দল কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে।
স্কটল্যান্ডের এলাকাগুলোতে ভোটের মাঠের চিত্র সম্পর্কে সারোয়ার হাসান বলেন, স্কটল্যান্ডে এবারের নির্বাচন একটা ভিন্নধর্মী পরিস্থিতি তৈরি হয়েছে। দুইটি মূল কারণ, একটি হচ্ছে বেক্সিট ইস্যু আরেকটি হচ্ছে স্বাধীনতার পক্ষে গণভোট। গণভোটে ইংল্যান্ড এবং ওয়েলসে ইউরোপিও ইউনিয়ন থেকে বেড়িয়ে আসার পক্ষে ভোট দিলেও স্কটল্যান্ডে প্রধান ভোট হয়েছে ইউরোপিও ইউনিয়নের সাথে থাকার পক্ষে। এবং সে কারণে স্কটিস ক্ষমতাসীন দল স্কটিস ন্যাশনাল পার্টি (এস এন পি) দাবি তুলেছে স্কটল্যান্ডের ইচ্ছার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে বেড়িয়ে যেতে না হয়, সে জন্যে আবার একটা স্বাধীনতাকে তারা সামনে নিয়ে আসবেন। একারণে স্কটিস নির্বাচনটাকে বেশ একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে একদিকে ব্রেক্সিট অন্যদিকে স্কটিস রেফারেনডাম।
সাম্প্রতি লন্ডনে সন্ত্রাসি হামলার ঘটনাগুলো এতে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সরাসরি কোন প্রভাব পড়েনি, কিন্তু অনেকেই মনে করছেন এর একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটা হয়তো লেবার পার্টিকে কিছুটা ফেবার করবে।
এবিএন/শংকর রায়/জসিম