![এতিম শিশুদের সাথে ইফতার করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/07/dc-ftar_81956.jpg)
রাজবাড়ী, ৪ জুন, এবিনিউজ : ৬ জুন মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সরকারি শিশু পরিবার (সরকারি এতিমখানা) পরিদর্শন করেন। পরির্দশন শেষে সন্ধ্যায় শিশুদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে তিনি নিবাসী শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এতিম শিশুদের সাথে জেলা প্রশাসক ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় তারা ভীষণ আনন্দিত হয়েছে এবং জেলা প্রশাসক প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান, মানোয়ার হোসেন মোল্লা সহ অন্যন্য সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাজসেবা বিভাগ পরিচালিত রাজবাড়ী সরকারি শিশু পরিবারে বর্তমানে ৯৯ জন বালিকা এতিম শিশু রয়েছে।
এবিএন/রবিউল ইসলাম/জসিম/এমসি