![নড়াইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/07/abnews-24.com-abbbbbbbbbbbb_81986.gif)
নড়াইল, ০৭ জুন, এবিনিউজ : নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সিয়াম নামে চার বছরের শিশুর মুত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। সিয়াম আউড়িয়া গ্রামের রেজাউল মোল্যার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আউড়িয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য বাশার মন্ডল জানান, সিয়ামের মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/তোহা