শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে ইয়াবাসহ দুই যুবক আটক

নড়াইলে ইয়াবাসহ দুই যুবক আটক

নড়াইল, ০৭ জুন, এবিনিউজ : নড়াইলের কালিয়া এলাকা থেকে ২৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কালিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের বাসার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো-ছোটকালিয়ার টুকু শেখের ছেলে হৃদয় শেখ (২১) এবং চাঁদপুর এলাকার রবিউল শেখের ছেলে শুভ শেখ (১৯)। এ সময় ২৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, হৃদয় শেখ কালিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা শেখের চাচাতো ভাই। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত