বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঈদে এটিএন বাংলায় ‘রিদম অব কুমার বিশ্বজিৎ’

ঈদে এটিএন বাংলায় ‘রিদম অব কুমার বিশ্বজিৎ’

ঢাকা, ০৭ জুন, এবিনিউজ : তুমি যদি বল পদ্মা মেঘনা- একদিনে দেব পাড়ি, আছো তুমি এতো কাছে গো - লাগে যেন অল্প, এই বুকেতে ঘর বানাইয়া নিজেই ভাঙ্গিস ঘর, কিংবা যেখানেই সীমান্ত তোমার-সেখানেই বসন্ত আমার, এমন সব মনকাড়া গান নিয়ে কিংবদন্তী শিল্পী কুমার বিশ্বজিৎ এবার হাজির হচ্ছেন এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায়। রিদম অব মিউজিক শিরোনামে এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের আরেক জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার। অনুষ্ঠাটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ।

কুমার বিশ্বজিৎ এর কন্ঠস্বর যেন বাঙ্গালীর হৃদস্পন্দনের অনুরণন। তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তাঁর রয়েছে উজ্জ্বল পদচারণা। অডিও অ্যালবাম, চলচ্চিত্র, স্টেজ শো ছাড়াও নাটকের শীর্ষ সংগীতে তার তুলনা তিনি নিজেই। তার গান অপূর্ব ভালবাসার শিহরণে পূর্ণকরে মানুষের হৃদয়। জনপ্রিয় এ সঙ্গীতশিল্পীর ৭টি গান নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ মিউজিক্যাল শো ‘রিদম অব কুমার বিশ্বজিৎ’। কথা আর গান নিয়ে সাজানো এ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন, রাত ১০টা ৪০মিনিটে।

এবিএন/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত