শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি, ৭ জুন, এবিনিউজ : দীঘিনালা উপজেলার বড় মেরং এলাকার ব্রেইলি ব্রিজটি ভেঙে গেছে। ফলে লংগদু উপজেলার সাথে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি কাঠ বোঝাই ট্রাক পাড় হওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, সেদিন রাত সাড়ে ৮টার দিকে কাঠ বোঝাই ট্রাকটি লংগদু থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। উপজেলার বড় মেরং এলাকার বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের একাংশ ভেঙে কাঠসহ ট্রাকটি নদীতে পড়ে যায়। এরপর থেকে দীঘিনালা-লংগদু সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকটি পানিতে ডুবে গেলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার সামনের গ্লাস ভেঙে বের হয়ে আসে।

এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং মেরং ইউনিয়নের বাসিন্দা কে এম ইসমাইল হোসেন জানান, ‘গত রোববার রাতে ব্রেইলি ব্রিজ ভেঙে যাওয়ার পর দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে নৌকায় করে দুই পাড়ের লোকজন পারাপার করছে।’

এ ব্যাপারে স’নীয় ব্যবসায়ী মিলন ফরায়েজী জানান, ‘এই ব্রিজগুলি একেবারে পুরনো হয়ে গেছে। এর আগেও একবার কলা বোঝাই ট্রাক পার হওয়ার সময় ভেঙে যায়। এবার কাঠ বোঝাই ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়েছে।’ এ ব্যাপারে ১ নম্বর মেরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমান কবির রতন জানান, ব্রিজগুলো অনেক পুরাতন হয়েছে।

তারপরও গত রোববার রাতে অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক ব্রিজের ওপর ওঠানো হয়। আমার ইউনিয়নসহ লংগদু উপজেলার লক্ষাধিক লোকজন এই পথে যাতায়াত করে। তাই শীঘ্রই ব্রিজটি মেরামত করা প্রয়োজন।’

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দীন এ ব্যাপারে জানান, এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রত মেরামতের উদ্যোগ নেয়া হবে, তারপরও ব্রিজটি মেরামত করতে ৩-৪দিন পর্যন্ত সময় লেগে যাবে।’

এবিএন/ইব্রাহিম শেখ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত