শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের নির্বাচন ১৮ জুন

খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের নির্বাচন ১৮ জুন

খাগড়াছড়ি, ৭ জুন, এবিনিউজ : খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ১ জুন নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার পর ১১টি পদের একাধিক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়নপত্র গ্রহণ করেছেন অনেকে।

তবে সভাপতি পদে এডভোকেট আশুতোষ চাকমা, জ্যেষ্ঠ সভাপতি পদে আব্দুল মোমিন, অংসুইথুই মারমা, অর্থ সম্পাদক পদে কবির হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে সমারী চাকমা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০১৭ এর প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: আকতার উদ্দিন মামুন।

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন এডভোকেট আবুল হোসেন ও এডভোকেট আবুল কালাম আজাদ। সহ সাধারণ সম্পাদক পদে এডভোকেট আরিফ উদ্দিন ও মোখলেচুর রহমান। সদস্য পদে শ্বাশত প্রিয় চাকমা, নুরল্লাহ হির, জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও আবুল কালাম আজাদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন ছিল ৬ জুন বেলা ১টা পর্যন্ত। জমাদানের শেষ তারিখ ৮ জুন বেলা ১টা পর্যন্ত। যাচাই বাছাই ১১ জুন, বৈধ প্রার্থীর তালিক প্রকাশ ১২ জুন, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ জুন, চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ১৫ জুন এবং নির্বাচন ১৮ জুন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবিএন/ইব্রাহিম শেখ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত