![বরগুনার তালতলীতে দেশীয় অস্ত্রসহ আটক-২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/07/barguna_82068.jpg)
বরগুনা, ৭ জুন, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া স্লুইজ বাজার থেকে বুধবার দুপুরে দেশীয় অস্ত্রসহ জহিরুল হক (২৬) ও শামসুল হক গাজী (২৮)কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের ছাইদুর রহমান তালুকদার গত ৮মে ঢাকা থেকে তার মামাতো ভাই রিপনের জন্য পচাকোড়ালিয়া স্লুইজ বাজারের জহিরুলের ০১৭৬৭৬৮২১০৩ বিকাশ এজেন্ট নাম্বারে ১৫ হাজার টাকা পাঠান। তার এ নাম্বারে টাকা আসেনি বলে জহিরুল অস্বিকার করেন। ছাইদুর রহমান বাড়ী এসে জহিরুলকে জিজ্ঞাসা করলেও এ নাম্বারে টাকা আসেনি বলে সে অস্বীকার করেন।
পরে গত মঙ্গলবার বরিশাল বিকাশের অফিসে গিয়ে ওই নাম্বারে গত ৮মে ১৫ হাজার টাকা এসেছে বলে অফিসের একটি পত্র নিয়ে আসে। পত্র আনার কারনে ছাইদুর রহমানের উপর সন্ত্রাসী মামলা চালানোর জন্য জহিরুল বুধবার কিছু দেশীয় অস্ত্র ও তার সন্ত্রাসী বাহিনী সংগ্রহ করেন। এ সংবাদ ছাইদুর জানতে পেরে পুলিশে খবর দেয়। এদিকে পুলিশ যাবার খবর পেয়ে জহিরুল হক তার দোকান থেকে অস্ত্রগুলো দিবা লোকে পাশের নদীতে ফেলে দেয় এবং তার সন্ত্রাসী বাহিনীদের সরিয়ে ফেলে। তারপরও পুলিশ গিয়ে জহিরুলের দোকান থেকে দেশীয় ছেনা সহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি কমলেস চন্দ্র হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দেশীয় অস্ত্র ছেনাসহ সন্ত্রাসী হামলার মুল হোতা জহিরুল ও বাহিনী শামসুল হককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে কিনা তাও নিশ্চিত নয়। তবে তদন্তে প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/এমসি