রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

সাভারে বজ্রপাতে ৩ স্কুলছাত্রের মৃত্যু

সাভারে বজ্রপাতে ৩ স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা, ০৮ জুন, এবিনিউজ : বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে তিন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকার সাভারে হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। এছাড়াও গেণ্ডা এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হেমায়েতপুর এলাকার নাহিদ (১৬), শাহ পরান (১৮)। অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে হেমায়েতপুর এলাকার ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিলেন চার যুবক। এসময় বজ্রপাত হলে নাহিদ, শাহ পরানসহ চার যুবক অজ্ঞান হয়ে পড়েন।

তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ, শাহপরান ও অজ্ঞাত একজনকে মৃত ঘোষণা করেন। আর আহত স্কুলছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একই সময়ে সাভারের নামা গেন্ডায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। তিনি বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বজ্রপাতে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। ওসি বলেন, নিহত চারজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত