সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জাতীয়
  • নেওয়া হলো অগ্রণী ব্যাংকের বাতিল সেই পরীক্ষা

নেওয়া হলো অগ্রণী ব্যাংকের বাতিল সেই পরীক্ষা

নেওয়া হলো অগ্রণী ব্যাংকের বাতিল সেই পরীক্ষা

ঢাকা, ০৯ জুন, এবিনিউজ : প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হওয়া অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার আবার নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষাটি হয়। এবারও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত তেমন প্রমাণ মেলেনি।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও পরীক্ষা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ। খোঁজ নিয়ে জানা যায়, এই বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম নিজেই বিষয়টি তদারকি করেন।

শিবলী রুবাইয়াতুল ইসলাম জানান , ‘আমি এবার নিজেই পুরো প্রক্রিয়ায় ছিলাম। প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে প্রশ্নপত্র ফাঁস স্থায়ীভাবে বন্ধ করা দরকার। এ জন্য যুক্তরাষ্ট্রে তৈরি একটি স্বয়ংক্রিয় যন্ত্র দরকার, যাতে প্রশ্নপত্র রেডি করে পেন ড্রাইভে দিলে ছাপা হয়ে বেরোবে। এতে ছাপা বা বাধাঁইয়ের কাজে বাইরের লোক থাকে না বলে ফাঁস হওয়ার সুযোগ নেই। এই যন্ত্রটি কেনা গেলে প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ করা সম্ভব।’

গত ১৯ মে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের পরীক্ষা ছিল। ২৬২টি পদের বিপরীতে দুই লাখের বেশি পরীক্ষার্থী থাকায় সকাল বিকেল দুই ভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সকাল ভাগের পরীক্ষা হয়। আরেক ভাগের পরীক্ষা ছিল বিকেল সাড়ে তিনটায়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে প্রথমে বিকেলের পরীক্ষা এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের পর সকালের পরীক্ষাও বাতিল করা হয়।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত