![রাঙামাটিতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/09/ranga@abnews_82352.jpg)
রাঙামাটি, ০৯ জুন, এবিনিউজ : টানা বৃষ্টিতে রাঙামাটি-কাপ্তাই সড়কের বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি চলে। রাঙামাটি-কাপ্তাই সড়কের মোড়োগনা, বিলাইছড়ির পাড়া, গোয়াইল্যে পাহাড় ধসে মাটি রাস্তায় পড়েছে।
রাঙামাটি এলজিইডির সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান বলেন, তাঁরা রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছেন।
এবিএন/মমিন/জসিম