![গোপালগঞ্জে বজ্রপাতে নিহত-১ আহত-৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/09/photo-3_82382.jpg)
গোপালগঞ্জ, ৯ জুন, এবিনিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে, এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত ফারুক মোল্লা (৩৮) উপজেলার চরবাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।
চর-বাঁশবাড়িয়া গ্রাম এলাকায় মধুমতী নদীতে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবীর তালুকদার। তিনি আরও বলেন, দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে তিন ব্যক্তি মধুমতী নদীতে ট্রলারে বালু তুলছিলেন।
এ সময় বজ্রপাত হলে ফারুক ট্রলার থেকে ছিটকে পড়ে নদীতে নিখোঁজ হন। বজ্রপাতে অন্য দুইজনও আহত হয়েছেন। পরে রাত ৮টার দিকে ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। আহতরা হলেন - চর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েত তালুকদার (৪০) ও শরিফুল তালুকদার (২৮)।
আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান চেয়ারম্যান কবীর। অপরদিকে গোপালগঞ্জের বৌলতলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে চয়ন (১৮) নামে এক কিশোর আহত হয়েছে।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফরিদুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে চয়ন (১৮) নামে এক কিশোর আহত হয়েছে। এ বজ্রপাতে একটি গরু মারা গেছে ।
এবিএন/এম জয়/জসিম/এমসি