![মেহেরপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/09/03-750x430_82419.jpg)
মেহেরপুর, ০৯ জুন, এবিনিউজ : মেহেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। পৌর পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর গড়পুকুর এলাকা থেকে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এ সময় সেখানে পৌর কাউন্সিলর মীর জাহাঙ্গীর আলম, আল মামুন, সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, শাকিল রাব্বী ইভান, জাফর ইকবাল, শাহিনুর রহমান, নূরুল আশরাফ রাজীব, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন ও সোহেল রানা এবং সংরক্ষিত কাউন্সিলর আলপনা খাতুন, শিউলী আক্তার ও হামিদা খাতুনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর