![মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/10/munshigoang-map_82536.jpg)
মুন্সিগঞ্জ, ১০ জুন, এবিনিউজ : মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মাসুদ ঢালী (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ছাড়া বোমা ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরো তিনজন।আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে আজ শনিবার সকালে সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে এ সংঘর্ষ হয়।গুলিবিদ্ধ মোঃ তারিফকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলিবিদ্ধ সাইফুল খান (১৬) এবং বোমায় আহত ইসলাম দেওয়ানকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে চরকেওয়ার ইউপির সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া পক্ষ এবং বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। আজ শনিবার সকালে আফসু পক্ষের লোকজন আকস্মিক হামলা চলালে সংঘর্ষ শুরু হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন অভিযোগ করেন, সম্প্রতির এক সংঘর্ষে পুলিশ আফসার ভূঁইয়া পক্ষের মামলা গ্রহণ করলেও অপর পক্ষের মামলা গ্রহণ করেনি। আর সেই সুযোগেই সকাল ৭টার দিকে দক্ষিণ চরমশুরার মাদবরকান্দি গ্রাম থেকে আকস্মিক হামলা করে আপসু পক্ষের লোকজন। তারা মূল গ্রামে প্রবেশ করতে না পারলেও মুরাবাড়ি (মূল গ্রামের বাইরের একটি বাড়িতে) হামলা করে অতর্কিতে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষেদের সদস্য আফসার উদ্দিন ভূঁইয়া জানান, গ্রামটির ইউপি সদস্য বিএনপির মন্টু মেম্বারের পক্ষ নেন জীবন চেয়ারম্যান। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী ফকিরের ছেলে হারুন মেম্বার পরাজিত হলে তাকে এলাকা ছাড়া করে দেওয়া হয়।
পুলিশের সহযোগিতায় এলাকায় তিন মাস আগে এলাকায় ওঠেন হারুন মেম্বার। এসব নিয়েই বিবাদ চলছিল। আজ শনিবারের ঘটনা প্রসঙ্গে হারুন মেম্বারের লোকজনের অভিযোগ, নিজেরা ভাড়াটিয়া এক লোককে হত্যা করে হারুন মেম্বারকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই খুনে দক্ষিণ চরমশুরা মাদবরকান্দি গ্রামে জীবন চেয়ারম্যানের লোকজন বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/ইমরান