শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • একটি দুর্ঘটনা মুক্ত ঈদ আমরা করতে পারবো : নৌপরিবহন মন্ত্রী

একটি দুর্ঘটনা মুক্ত ঈদ আমরা করতে পারবো : নৌপরিবহন মন্ত্রী

একটি দুর্ঘটনা মুক্ত ঈদ আমরা করতে পারবো : নৌপরিবহন মন্ত্রী

মাদারীপুর, ৯ জুন, এবিনিউজ : স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের নৌ পরিবহন মন্ত্রনালয়, বিআইডাব্লিঊটিএ, পুলিশ, র‌্যাব, নৌ-পুলিশ, স্কাউট দিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে যাতে বড় ঘাটগুলো দিয়ে নিরাপদে যাত্রীরা উঠতে-নামতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহন করেছি।

আমি বিশ্বাস করি ইন-শাহ আল্লাহ, আমরা একটি দুর্ঘটনা মুক্ত ঈদ এবার করতে পারবো, যেমন করে বিগত বছর অনেক দুর্ঘটনা মুক্ত ঈদ করতে পেরেছি। মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যেগে শনিবার সকালে শকুনি লেকের পাড়ের মুক্ত মঞ্চে ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি একথা বলেন।

তিনি আরও বলেন, নৌপরিবহন মন্ত্রনালয় থেকে আমরা নিরাপত্তা জনিত কার্যক্রম গ্রহন করার কারনে ২০১৬ সাল লঞ্চ ডুবি মুক্ত বছর রাখতে পেরেছি, ঠিক এই বছর দুর্ঘটনা মুক্ত বছর ঘোষনা করেছি। যেন নৌ পথে যেন কোন দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিয়েছি।

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপত্বিতে জাতীয় ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। এবারের শ্লোগান ছিল উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।

এবিএন/সাব্বির হোসাইন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত