![সোনাগাজীতে ৫ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/11/19145728_1867003303623461_2171254606905923487_n_82787.jpg)
সোনাগাজী, ১১ জুন, এবিনিউজ : সোনাগাজীতে ৫ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফ নামের ওই আসামীকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার ভোর রাতে উপজেলার ৯নং নবাবপুর ইউপির রঘুনাথপুর গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের রহিম উল্যাহর ছেলে মো: ইউসুফ (৫৫) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৫ টি পৃথক মামলায় ১০ বছরের সাজার পরোয়ানা রয়েছে। সে গ্রেফতার এড়াতে দির্ঘদিন যাবৎ পলাতক ছিল।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/ইমরান