
বন্দরবান, ১১ জুন, ২০১৭ (বাসস) : জেলার রুমায় ট্রাক খাদে পড়ে চালকসহ দুই জন নিহত এবং পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে ট্রাকটি রুমা বাজার থেকে ৫জন যাত্রী নিয়ে আর্থাপাড়া যাবার পথে হ্যাপি হিল ও বাচালং পাড়ার মধ্যবর্তী টেবিল পাহাড়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি পাহাড়ি খাদে পড়ে যায়। ট্রাক চালক সম্ভু (৩৮) ও চেরাগ পাড়ার পঃ হ্লা অং (৫৫)নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর ৫যাত্রীকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলে, পুলিশ ঘটনাস্থল থেকে ২টি লাশ উদ্ধার করে জেলা সদরের হাসপাতালে মর্গে পাঠানো হয়য়েছে। থানায় একটি মামলা হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি