![বরগুনায় টানা বর্ষনে জনজীবন ব্যহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/12/borguna-map_82936.jpg)
বরগুনা, ১২ জুন, এবিনিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের কারনে গত দু’ দিন ধরে বরগুনায় গুড়ি গুড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিতে জনজীবন ব্যহত হচ্ছে। থেমে যাচ্ছে দৈনন্দিক কাজ কর্ম।
আজ সোমবার দুপুরে পটুয়াখালী কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বন্দর সমুহকে ২ নম্বর সর্তকতা সংকেত জারি করেছে। সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদে এসে পৌছেছে।
এদিকে বৃষ্টির কারনে ঈদকে সামনে রেখে দোকানিদের বেচাকেনাও কমে গেছে। এছাড়াও স্বাভাবিক জোয়ারের পানিতে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের কারনে দু’দিনের বৃষ্টি ও জোয়োরের পানিতে স্বাভাবিক জোয়ারের চেয়ে উপকূলীয় নদীতে এক মিটার পানি বেশী বৃদ্ধি পেয়েছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/ইমরান