শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে বৃষ্টির মধ্যে নিম্মমানের গার্ড ওয়াল নির্মাণ : এলাকাবাসীর ক্ষোভ

সোনাগাজীতে বৃষ্টির মধ্যে নিম্মমানের গার্ড ওয়াল নির্মাণ : এলাকাবাসীর ক্ষোভ

সোনাগাজীতে বৃষ্টির মধ্যে নিম্মমানের গার্ড ওয়াল নির্মাণ : এলাকাবাসীর ক্ষোভ

ফেনী, ১২ জুন, এবিনিউজ : নোয়াখালীর সোনাপুর থেকে সোনাগাজী হয়ে চট্রগ্রামের জোরারগঞ্জ পর্যন্ত নির্মাণাধীন সড়কের সোনাগাজীর অংশের কাজ চলছে। এর অংশ হিসেবে সোনাগাজীর চরছান্দিয়া ইউপির সিমানায় রাস্তার পাশে গার্ড ওয়াল নির্মাণ করছে সংশ্লিষ্ট ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ গার্ড ওয়াল নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান অত্যান্ত নিম্মমানের নির্মান সামগ্রী ব্যাবহার করছে। অভিযোগ পেয়ে সরজমিনে চরছান্দিয়া ইউপির ইসলামপুর সংলগ্ন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়,মুষলধারে বৃষ্টির মধ্যে শ্রমিকেরা ঝুকিপূর্ন স্থানে গার্ড ওয়ালটি নির্মাণ করছে। বৃষ্টির সাথে পাল্লা দিয়েই ভেজা সিমেন্ট,অপরিস্কার বালুর সমন্বয়ে মসলা তৈরী করে কাঁদা যুক্ত ইটের সমন্বয়ে গার্ড ওয়ালটি নির্মান করা হচ্ছে।যে কংক্রিটের প্রলেপের উপর ইটের গাথুনি দেওয়া হচ্ছে সেই স্থানের মাটির স্তর অত্যান্ত নরম হওয়ার পরও সেখানে ডাম্পিং এর মাধ্যমে মাটি শক্ত করা হয়নি। যার কারনে গার্ড ওয়ালটি ধ্বসে এবং ডেবে যাওয়ার অশংকা রয়েছে।সেখানে উপস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার কে বিষয়গুলোর কারন জানতে চাওয়া হলে তিনি কিছু বলার চেষ্টা করলে উপস্থিত স্থানীয় কয়েক ব্যাক্তি তার দিকে তেড়ে আসে।

বৃষ্টির মধ্যে কেন কাজ করা হচ্ছে প্রশ্ন করা হলে তিনি ঠিকাদারের কথা বলেন। ওই সময় ঠিকাদারের মুঠো ফোনে ফোন দিলে তিনি বৃষ্টির মধ্যে কাজ করার বিষয়টি জানেন না বলে জানান।ফেনীর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীদের কাজ তদারকির জন্য নির্মান স্থানে উপস্থিত থাকার বিধান থাকলেও ঘটনার বিষয়ে জানার জন্য ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী জানান,বৃষ্টির মধ্যে নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ না করতে তাদের বহু অনুরোধ করা হলেও তারা কোন কর্নপাতই করছেনা। ফেনীর সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহিদ কে মুঠো ফোনে বিষয়টি অবহিত করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।নির্মানাধীন এলাকায় আপনাদের কোন তদারকি নেই কেন প্রশ্ন করা হলে তিনি বৃষ্টির কারন দেখান।তাহলে বৃষ্টির মধ্যে কেন কাজ করা হচ্ছে প্রশ্নের উত্তরে চুপ থাকেন।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত