শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নিরাপত্তার চাদরে ঢাকা রাজবাড়ী বাজার

নিরাপত্তার চাদরে ঢাকা রাজবাড়ী বাজার

রাজবাড়ী, ১২ জুন, এবিনিউজ : রাজবাড়ী বাজার এলাকাকে নিরাপত্তার চাদের ঢাকতে রাজবাড়ী ী জেলা পুলিশ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে বাজার নিরাপত্তা বিধান কল্পে ৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে আওতাভুক্ত করা হয়েছে।

১২ জুন সোমবার সকালে রাজবাড়ী খলিফাপট্রি চত্বরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম।

প্রধান অতিথি পুলিশ সুপার সালাম বেগম বলেন আমার ইচ্চা রয়েছে রাজবাড়ী শহর টাকে সিসি ক্যামেরার আওতায় আনা আজ তার কিছু টা পূরণ হয়েছে। রাজবাড়ী চেম্বার অব কমার্স এর সার্বিক সহযোগিতায়।তিনি আরো বলেন রাজবাড়ী জেলায় যাতে কেউ কোন ধরনের অপরাধ করতে না পারে আর করলেও সেটা ফুটজে দেখে অপরাধীদের আইনের আওতায় আনার জন্যই এই সিসি ক্যামেরার বসানো হয়েছে।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী জানান বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩৫ টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন বাজারের নিরাপত্তা জোরদার করতে শহরের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে প্রযায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি কাজী রাকিবুল শান্তনু, সহ সভাপতি ওরপ দত্ত হলি, রাজবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন মন্ডল, কাঁপড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত