রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৬

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৬

বান্দরবান, ১৩ জুন, এবিনিউজ : বান্দরবান শহরের বালাঘাটা, লেমুঝিড়ি পাড়া ও আগা পাড়া এলাকায় পাহাড় ধসে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

নিহতরা হলেন- রেবা ত্রিপুরা (২৪), লতা বড়ুয়া (৭), মিতু বড়ুয়া (৫), শুভ বড়ুয়া (৪), কামরুন নাহার (৪০) ও সুপ্রিয়া বেগম (৮)।

আহতরা হলেন- পসান ত্রিপুরা (২২), বীর বাহাদুর ত্রিপুরা (১৬) ও দুজাকিন ত্রিপুরাসহ (২৬) আরও দুজন।

বাড়ির মালিক মাহমুদ বলেন, রাত ৩টার দিকে হঠাৎ করেই পাহাড় ধসে তাদের বাঁশ-টিনের ঘরটির একাংশ চাপা পড়লে রেবির মৃত্যু হয়। রেবিসহ কয়েকজন কলেজছাত্র ওই ঘরে ভাড়া থেকে স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতেন বলে তিনি জানান।

এ ব্যাপারে বান্দরবান ফায়ার সার্ভিসের সাব অফিসার স্বপন কুমার বোস বলেন, ঘটনার পর আমরা মাটির নিচ থেকে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজে যোগ দেয়। আহতদের বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত