সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

কানাডায় বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা

কানাডায় বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা

ঢাকা, ১৩ জুন, এবিনউিজ : কানাডার টরন্টোতে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ বছর বয়সী ওই তরুণকে পুলিশ সৌমিক আসগর হিসেবে শনাক্ত করেছে।

টরন্টো পুলিশের মিডিয়া রিলেশন্স অফিসার ভিক্টর পল কুয়ং জানান, গত শনিবার রাত প্রায় আড়াইটার দিকে (বাংলাদেশ সময় রবিবার দুপুর) নর্থ ইয়র্কের ব্লু হেভেন এলাকায় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ির চালকের আসনে সৌমিককে মৃত অবস্থায় পায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা হয়েছিল, গুলির ঘটনার সময় ওই গাড়িতে হয়ত আরও কোনো যাত্রী ছিলেন। তবে প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সেই ধারণা বাতিল করে দেয়।

সৌমিক হত্যার ঘটনায় সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি টরন্টো পুলিশ।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত