![সোনাগাজীতে বজ্রপাতে ২ জন নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/13/bojropat_83099.jpg)
সোনাগাজী, ১৩ জুন, এবিনিউজ : সোনাগাজীতে বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।সিনিয়র সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল জুনায়েত কাউচার জানিয়েছেন,মঙ্গলবার সকালে চরছান্দিয়া ইউপির পূর্ববড়ধলী গ্রামের গনস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্থানে মোহাম্মদ মামুন(২৬) নামে ব্যাক্তি বজ্রপাতে নিহত হয়েছে।সে ওই গ্রামের আব্দুল হাদির ছেলে।সে পেশায় মৎসজীবি।
অপরদিকে সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন জানিয়েছেন,মঙ্গলবার ভোররাতে আমিরাবাদ ইউপির সোনাপুর গ্রামের মৃত চলু মিয়ার ছেলে আবুল বসর(৫৫) বজ্রপাতে নিহত হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস বলেছে,বৈরী আবহাওয়ার কারনে গতরাতে সোনাগাজীতে প্রবল বর্ষনের পাশাপাশি ব্যাপক বজ্রপাতের হয়।
নিহত দুই ব্যাক্তিকে জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাপন করা হয়েছে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/ইমরান