শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • পাহাড়ধস : নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার অভিযান

পাহাড়ধস : নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার অভিযান

পাহাড়ধস : নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার অভিযান

রাঙামাটি, ১৪ জুন, এবিনিউজ : পাহাড়ধসে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে আজ বুধবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় লোকজনও। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে গতকাল মঙ্গলবার রাত ৮টার সময় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এদিকে রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান আজ বলেন, গতকাল প্রতিকূল পরিস্থিতির কারণে রাত ৮টায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়। আজ সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখনো অনেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। প্রাণহানি আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।পাহাড়ধস : নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার অভিযান

তিনি আরও জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ ছাড়া পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

৩ জেলায় ১৮টি আশ্রয়কেন্দ্র খুলে ৪ থেকে সাড়ে ৪ হাজার মানুষকে সেখানে রাখা হয়েছে বলে আগের দিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা দলিল উদ্দিন জানান, পাহাড় ধসের ঘটনায় বুধবার সকাল ১০টা পর্যন্ত রাঙামাটিতে ৯৮ জন, চট্টগ্রামে ২৯ জন এবং বান্দরবানে ৬ জনের লাশ উদ্ধারের তথ্য ঢাকায় পাঠানো হয়েছে।

এবিএন /সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত