সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

নিউইয়র্কে বাংলাদেশের কূটনীতিক শাহেদুল জামিনে মুক্ত

নিউইয়র্কে বাংলাদেশের কূটনীতিক শাহেদুল জামিনে মুক্ত

ঢাকা, ১৪ জুন, এবিনিউজ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেফতার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম (৪৫) জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার সকালে নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল শামীম আহসান সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের ব্রঙ্কসের ‘ভারমন সি বেইন কারেকশনাল সেন্টার’ থেকে তিনি জামিনে মুক্তি পান।

গত সোমবার সকালে নিউইয়র্কের কুইনসবরো থেকে গ্রেফতার করা হয় কূটনীতিক শাহেদুল ইসলামকে।

এই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, নিউইয়র্কে তার বাসায় এক বাংলাদেশি গৃহকর্মীকে তিনি ৩ বছরের বেশি সময় ধরে সহিংস নির্যাতন চালাচ্ছেন। এ ছাড়া তিনি হুমকি দিয়ে বিনা বেতনে ওই গৃহকর্মীকে কাজ করতে বাধ্য করেছেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত