শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজবাড়ীর তৈরি টুপি রফতানী হচ্ছে মধ্যপ্রাচ্যে

রাজবাড়ীর তৈরি টুপি রফতানী হচ্ছে মধ্যপ্রাচ্যে

রাজবাড়ী, ১৪ জুন, এবিনিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারীদের হাতে তৈরি টুপি রফতানী হচ্ছে মধ্যপ্রাচ্যে। সামনে ঈদ। ঈদকে সামনে রেখে তাই তাদের ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ। বাড়তি উপার্জন করে তাদের ঈদের খরচটা মিটে যায়।

বালিয়াকান্দি উপজেলার সালমারা, গাড়াখোলা, বড় হিজলী, বেরুলী সোনাপুর, লাড়িবাড়ী গ্রামের স্কুলছাত্রী থেকে শুরু করে গৃহবধূ পর্যন্ত টুপি তৈরিতে ব্যস্ত। এসব গ্রামের প্রায় ১হাজার কর্মী তৈরি করছে টুপি। তাদের নিপুন হাতে তৈরি এসব টুপি রফতানী হচ্ছে সৌদিআরব, ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

এলাকার প্রায় প্রতিটি পরিবারের নারী সদস্য এই টুপি তৈরির কাজে যুক্ত রয়েছে। পড়ালেখার ফাঁকে বা গৃহস্থালি কাজ কর্মের ফাঁকে তারা এ কাজ করে থাকে। নারীরা তাদের আয় দিয়ে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র এবং স্কুল পড়–য়া ছাত্রীরা তাদের পড়াশোনার খরচ মিটিয়ে থাকে। একটি টুপি সেলাইয়ের জন্য ৩০টাকা। সূতা পড়ানোর জন্য ২৫টাকা এবং গোলদানার কাজ করলে পাওয়া যায় ৫০০ টাকা। একটি টুপি তৈরি করতে ১০ থেকে ১২ দিন সময় লাগে।

২০০৩ সালে ওমান প্রবাসী যুবক দেশে ফিরে নারীদের টুপি তৈরির কাজে উদ্বুদ্ধ করেন। তারপর থেকে ব্যবসাটি লাভজনক হওয়ায় গ্রামের নারীরা এ কাজে জড়িত হয়ে পড়ে।

টুপি রফতানীকারক জুলফিকার আলী জানান, বিদেশে এই টুপির চাহিদা অনেক। একটি টুপি বিক্রি হয় ৮৫০ থেকে ৯৫০ টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যে এই টুপি বিক্রি হয় বাংলাদেশী টাকায় ১২০০ থেকে ১৫০০টাকায়। কিন্তু চাহিদা মাফিক টুপি সরবরাহ করতে পারি না। ঈদ উপলক্ষে এখন প্রচুর চাহিদা। কিন্তু সেই অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। জুলফিকার আলীর বক্তব্য রাজবাড়ীর বালয়িাকান্দরি টুপি যাচ্ছে বদিেেশ (৫) ক্লিপে।

এবিএন/খন্দকার রবিউলইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত