![পাহাড় ধসে নিহত মেজর মাহফুজের বাড়ি মানিকগঞ্জে চলছে শোকের মাতম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/14/manikgonj-mejor-ded@abnews_83248.jpg)
মানিকগঞ্জ, ১৪ জুন, এবিনিউজ : রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহতদের উদ্ধার করতে গিয়ে মাটিচাঁপা পরে লাশ হয়েছেন চার সেনাসদস্য। এদের মধ্যে নিহত মেজর মাহফুজর রহমানের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে।
নিহত মেজর মাহফুজ উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও বেনি বেগমের ছেলে।
সে বাংলাদেশ সেনাবাহিনীর মানিকছড়ি ক্যাম্পে মেজর হিসেবে কর্মরত ছিলো।
মেজর মাহফুজের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয় স্বজনদের বাড়িতে চলছে শোকের মাতম।
একমাত্র ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহত মাহফুজের মা বাবাসহ নিকট আত্মীয়রা।
মাহফুজের মামাতো ভাই তালেবপুর ইউপি সদস্য হুমায়ুন জানায়, মাহফুজ ছোট বেলা থেকেই পরাশুনা করতে ঢাকায় থাকতো। সেখানেই তিনি বড় হয়েছেন। অার ঢাকাতেই বিয়ে করেছে।তার স্ত্রী ও পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে এর বেশি কিছু তিনি জানাতে পারেননি। তার দাফন কোথায় হবে সে বিষয়টিও তিনি নিশ্চিত করে জানাতে পারেন নি।
জানা গেছে, নিহত মেজর মোহাম্মদ মাহফুজুল হক ৪৪ বিএমএ লং কোর্সে কমিশন প্রাপ্ত হন। সে বাংলাদেশ সেনাবাহিনীর মানিকছড়ি ক্যাম্পে মেজর হিসেবে কর্মরত ছিলো।
উল্লেখ্য রাঙ্গামাটির মানিকছড়ি উপজেলায় পাহাড় ধসে সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ সেনা সদস্য। মঙ্গলবার প্রবল বর্ষণে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ওপর একটি পাহাড় ধসে পড়ে সড়কটি বন্ধ হয়ে যায়। সকাল ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল সেখানে উদ্ধার তৎপরতা চালাতে যায়। তারা উদ্ধার কাজ করার সময় পরে সেখানে আরো একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহত ও আহতদের স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানান।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর