![মানিকগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/14/manikgonj-sangbadik-mamla@a_83262.jpg)
মানিকগঞ্জ, ১৪ জুন, এবিনিউজ : মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ কে নিয়ে প্রকাশিত সংবাদ নিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মঙ্গলবার মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মঙ্গলবার রাতে সাংবাদিকের বিরুদ্ধে মানিকগঞ্জের অাদালতের বিচারকের তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব মানিকগঞ্জ জজ কোটের পিপি ও জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অা: সালামের মেয়ের জামাই।
জানা গেছে, গত ১১ জুন ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা, শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়, যাতে বিচারক মাহবুবুর রহমানের মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংকি এলাকার বাড়ি বদলানোর সময় মালামাল পরিবহনের ট্রাক ওই এলাকার এক অধ্যাপকের অসুস্থ শিশুর হাসপাতালে নেওয়ার পথ আটকে ছিল বলে অভিযোগ ওঠে। তখন দুই পক্ষের বাগ বিতণ্ডাও হয়।
এই ঘটনা নিয়ে ওই বিচারক এর আদালতের এক কর্মচারী মামলা করেন ওই শিশুটির মামা এবং স্থানীয় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, যাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানায়, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা হয়েছে। এতে মিথ্যা তথ্য দিয়ে খবর প্রকাশের অভিযোগ আনা হয়েছে।মামলায় বিচারক তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানায়, অভিযোগ ওঠার পর ওই বিচারকের বক্তব্য শুনতে তিনি তাকে ফোন করেছিল। সংবাদে তার বক্তব্য অবিকৃতভাবে উপস্থাপন করা হয়। এছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের বক্তব্যও দেওয়া হয়েছে প্রতিবেদনে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর