ঢাকা, ১৪ জুন, এবিনিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে দেশের হজ্ব এজেন্সিসমূহের স্বত্তাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল ১২ জুন ২০১৭, গত সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইসিটি উইংপ্রধান তাহের আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসপ্রধান মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান মো. রেজাউল করিম।
এবিএন/শেখ সাইদুল হাসান/জসিম/তোহা