বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তালতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

তালতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

তালতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বরগুনা, ১৪ জুন, এবিনিউজ : বরগুনার তালতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে তালতলী উপজেলার কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকার কয়েকশত নারীপুরুষ। এসময় তারা জানান, এলাকার চিন্হিত ডাকাত, ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী দলের হোতা কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ্ (২৮) গত রবিবার কচুপাত্রা গ্রামের লিটন মুন্সিবাড়ি একটি মেয়ে নিয়ে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে ধৃত হয়। পরে স্থানীয় গন্যমান্যদের মুচলেকায় ছাড়া পায়। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য আমতলী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের করেন লিটন মুন্সির স্ত্রী মরিয়ম বেগম । মামলায় এলাকার মো. বেল্লাল মুন্সি, মো. ইলিয়াস মুন্সি, মো. বজলু, মো. মামুন, বাসার ও আবজালকে আসামী করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানাকে এজাহারের নির্দেশ দেন। স্থানীয় প্রায় ১০জন ব্যাক্তি জানায়,মাসুম প্রায়ই মরিয়ম বেগমের বোন ঐ নারীকে নিয়ে তার ব্যবহারিত রেন্টেকার মটর সাইকেলে ইয়াবা চালান করে থাকে। তার বাড়ি লিটন মুন্সি বাড়ি থেকে প্রায় ৪কিলোমিটার দুরত্ত। সে প্রায়ই লিটন মোল্লার বাড়ি অনৈতিক কাজ করিত। বিষয়টি এলাকাবাসীর নজরে পরলে তারা বাড়ির মালিক লিটন মুন্সিকে কয়েক দফায় সতর্ক করেন।

জানাগেছে আপত্তিকর অবস্থায় আটককৃত নারী লিটন মুন্সীর শালিকা । তাই লিটন সুন্সিকে ম্যানেজ করেই মাসুম ঐ নারীকে নিয়ে প্রায় সময় অনৈতিক কাজ করিতো তার বাড়িতে বসে। ঘটনার সময় লিটন মুন্সিও তার স্ত্রী মরিয়ম বেগম অন্যত্র বেড়াতে গিয়ে মাসুম বিল্লাহকে অনৈতিক কাজ করিতে সুযোগ দেয়। এতে এলাকায় ব্যাপক তোলপার শুরুহয়। উক্ত ঘটনাটি ভিন্নখাতে নিতে মরিয়মকে বাদী করে একটি মিথ্যা মামলা দেয়ায় ইয়াবা ব্যাসায়ী মাসুম বিল্লাহ । মানব্বন্ধনে বক্তারা আরো বলেন, মাসুম বিল্লাহ এলাকার চিন্হিত ডাকাত ও ইয়াবা ব্যাবসায়ী সে মরিয়মের বোনকে দিয়ে ইয়াবা বিক্রয় করায় ও তার সাথে অনৈতিক কাজ কর্ম করে। আমরা এ মিথ্যা মামলাটি দুরুত প্রত্যাহার করে মাসুম বিল্লাহ ও তার দোশর লিটন মুন্সির দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি। তালতলী থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার জানান, এখ নপর্যন্ত মামলাটি থানায় আসেনি । থানায় আসলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আর মাসুম বিল্লাহর ব্যাপারে সকল খোজ খবর নেয়া হচ্ছে। অপরাধি যেই হোকনা কেন তাকে আইনের আশ্রয় আনা হবে।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত