শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাঙামাটিতে আরও ৩ জনের লাশ উদ্ধার

রাঙামাটিতে আরও ৩ জনের লাশ উদ্ধার

রাঙামাটি, ১৫ জুন, এবিনিউজ : রাঙামাটি শহরের ভেদভেদি উপজেলার বিএডিসি এলাকা, সার্কিট হাউসের পেছন থেকে এবং মানিকছড়ি এলাকা থেকে আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জন। আজ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, বৃহস্পতিবার সকালে জেলার ৩ টি জায়গায় মাটি সরিয়ে এক সেনাসদস্য ও এক নারীসহ ৩ জনের লাশ পাওয়া গেছে।

নিহতরা হলেন- মানিকছড়ি সেনাক্যাম্পের সদস্য আজিজ, ভেদভেদি পোস্ট অফিস কলোনি এলাকার রুপন দত্ত ও পশ্চিম মসজিদপাড়ার সুলতানা।

সাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার রাতে অতিবৃষ্টি শুরুর পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে বহু হতাহতের ঘটনা ঘটে।

সোমবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ১৫০ জনের লাশ উদ্ধারের খবর দেয়া হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

তাদের মধ্যে ছিল রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ২৯, বান্দরবানে ৬, কক্সবাজারে ২ ও খাগড়াছড়িতে ১ জন। এ ছাড়া দেয়ালচাপা, গাছচাপা ও পানিতে ভেসে আরও ৭ জনের মৃত্যু হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত