মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাঙামাটি শহরে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ শুরু

রাঙামাটি শহরে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ শুরু

রাঙামাটি শহরে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ শুরু

রাঙামাটি, ১৬ জুন, এবিনিউজ : চতুর্থ দিনের মতো রাঙামাটিতে শুরু হয়েছে উদ্ধার অভিযান। আজ শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় দমকল বাহিনী, সেনাবাহিনীসহ স্থানীয় লোকজন এ উদ্ধার অভিযানে অংশ নেয়। সবশেষ ১০৮জনের মরদেহ উদ্ধার করা হয়েছে রাঙামাটিতে। টানা চারদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর রাঙামাটি শহরে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

এদিকে গেলো রাত থেকে আবারো বৃষ্টি শুরু হওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলাপ্রশাসরনের তথ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে, ১৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় দুই হাজার লোক অবস্থান নিয়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থান করা সাধারণ লোকজন জানিয়েছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারি সুযোগ সুবিধা পর্যাপ্ত নয়।

তবে জেলাপ্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

রাঙামাটির অচল অবস্থার কারণে শহরের বাজারগুলোতে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এছাড়াও জ্বালানী তেলের সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের সঙ্গে বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠকে বসেন জেলাপ্রশাসক। ব্যবসায়ীদের বিকল্প পথে সম্মিলিতভাবে জ্বালানী তেলের সংকট সমাধানে নির্দেশ প্রদান করা হয়। এই ক্ষেত্রে জেলাপ্রশাসন থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত