রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • প্রবাস-পরবাস
  • নিউইয়র্কে বাংলাদেশি হত্যাকারীর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ২২ জুন
ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে

নিউইয়র্কে বাংলাদেশি হত্যাকারীর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ২২ জুন

নিউইয়র্কে বাংলাদেশি হত্যাকারীর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ২২ জুন

ঢাকা, ১৬ জুন, এবিনিউজ : নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন জাকির খানের খুনী তাহার মাহরানকে ব্রঙ্কস সুপ্রিম কোর্টে হাজির করা হবে।

ইউনাইটেড বাংলাদেশী-আমেরিকানস ফর লেইট জাকির খান নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশে দলমত নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, এর আগে জাকির খান হত্যাকান্ডের বিচার দাবি জোরদারে সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত এবং প্রতিবাদ সমাবেশ সমন্বিত করতে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদকে আহবায়ক, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলকে সদস্য সচিব এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারকে প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়ার যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, আব্দুল হাসিম হাসনু, আব্দুস শহিদ, আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম দেলোয়ার, ময়নুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব নুরুল এহিয়া, নজরুল হক, মনজুর চৌধুরী জগলুল, শাহেদ আহমদ, আব্দুল গাফ্ফার চৌধুরী, শামীম মিয়া, মিজান খান, এ ইসলাম মামুন, সারওয়ার চৌধুরী, জুসেফ চৌধুরী, মোশাহিদ চৌধুরী, সৈয়দ নোমান, মোহাম্মদ সাদী মিন্টু, সমন্বয়কারী শামসউদ্দীন, কাওছারুজ্জামান কয়েছ, আহসান হাবিব, দুরুদ মিয়া রনেল, হারুন আলী, তুষার আহমদ, হোসেন আহমদ (নিউজার্সি), সিরাজুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, কাওছার আহমদ, আব্দুর রহিম, সেবুল খান মাহবুব, সৈয়দ এনাম আহমদ, শেখ মজনু মিয়া, মাকসুদা আহমদ, শিশু আহমদ, হুমায়ুন আহমদ চৌধুরী, জে মোল্লা সানী, সদস্য নার্গিস আহমদ, রানা ফেরদৌস, আজমল হোসেন কুনু, একলিমুন জামান নুনু, রুহুল আমিন সিদ্দিকি, গিয়াস আহমদ, মাহবুব আহমদ, রিয়াজ উদ্দীন কামরান, আবুল খায়ের, নাজমুল হক চৌধুরী হেলাল, সৈয়দ মুজিবুর রহমান, তোফায়েল চৌধুরী, প্রফেসার কাইয়ুম, আব্দুল বাসির খান, আজিমুর রহমান বুরহান, শেখ আল মামুন, ডা. নাহিদ খান, আজমল শাহীন, ময়নুজ্জামান চৌধুরী, হারুন আহমদ চৌধুরী, আব্দুর রহিম, আব্দুল কাদির চৌধুরী শাহিন, আতাউর রহমান সেলিম, আব্দুর রব দলা, দেওয়ান শাহেদ চৌধুরী, শাহ মিজাুনুর রহমান, বদরুন নাহার খান মিতা, রেক্সোনা মজুমদার, বেলাল উদ্দীন চৌধুরী, নুরে আলম জিকু, ফজলু মিয়া, মেসবাউজ্জামান, কফিল উদ্দীন চৌধুরী, আব্দুল মছব্বির, আনছার আহমদ চৌধুরী, আব্দুস শহিদ দুদু, আব্দুর রউফ মছরু, সুলেমান আলী, আব্দুর রহিম বাদশা, এ টি এম কামাল, সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, মিজানুর বহমান চৌধুরী শেফাজ, আসাদুল গনি, সিরাজুল ইসলাম বেগ, আজির উদ্দীন, আব্দুল বাসিত চৌধুরী মাসুক, মোহাম্মদ আলী, লোকমান হোসেন লুকু, শেখ আল ওয়াহিদ নাজিম, জাকির আহমদ, আবুল খায়ের আকন্দ, ইমরান শাহ রন, সারোয়ার আলী, মাহবুব আলম, মোমেনুল ইসলাম, আবুল হোসেন, জিল্লুর রহমান, আব্দুল হাসিব মামুন, আজম চৌধুরী, সাগর নন্দী, জুহেল আহমদ, বাহার উদ্দীন চৌধুরী, চৌধুরী মোমিত তানিম, শাহ আলম, বুবহান উদ্দীন, মোহাম্মদ আলী রাজা, শাহ বদরুজ্জামান রুহেল, আপ্তাব খান মোহন. রেহানুজ্জামান, শামীম আহমদ, গোলাম রাব্বানী চৌধুরী, ফারহানা চৌধুরী, সোহেল আহমদ, ফখর উদ্দীন, আলতা মিয়া, হেলাল উদ্দীন চৌধুরী, বুরহান উদ্দীন, তৌফিকুর রহমান ফারুক, সাব্বির আহমদ, রোকন হাকিম, হেলাল উদ্দীন. তানভির শামীম লোবান, প্রফেসার খলিলুর রহমান, আশরাফ আহমদ ইকবাল, এনায়েত হোসেন জালাল, শাহ আলাউদ্দীন, মামুন আহমদ, জামাল হোসেন, মাজহারুল হক জনি, মোহাম্মদ আলী মন্নোন, জুনেদ আহমদ, আব্দুল মোহিত, জুনেদ আহমদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, মকন মিয়া, মনির আহমদ, মনাফ আহমদ, তোফায়েল আহমদ, বশির উদ্দীন, মনিকা রায়, খালেদ আহমদ, মাওলানা রশিদ আহমদ, সৈয়দ এম কে জামান, জামাল হোসেন, সাহিদ আলী, সামাদ মিযা জাকের, আশরাফুজ্জামান, সরোয়ার আলী, নুরুজ্জামান লিপন ও জুবের চৌধুরী।

কমিটির মুখপাত্র এন মজুমদার জানিয়েছেন, সমাবেশের যাবতীয় প্রস্তুতি বিষয়ে ইতিমধ্যে স্থানীয় কমান্ডিং অফিসারের সাথে বৈঠক হয়েছে। সমাবেশ স্থল : ২৬৫ ইস্ট ১৬১ স্ট্রিট, ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট ব্লিডিং, আরও তথ্যের জন্য যোগাযোগ : ৯১৭-৫৯৭-৬৩৪৯, ৭১৮-২০৭-৩০০৭।

চাঞ্চল্যকর জাকির খান হত্যার বিচার দাবিতে অনুষ্ঠেয় প্রতিবাদ সমাবেশে প্রবাসীদের অংশ গ্রহণের জন্য ভিকটিমের পরিবার ও কমিটির পক্ষ থেকে অনুরোধ জানান হয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি খ্যাতনামা রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। এ চাঞ্চল্যকর জাকির খান হত্যা মামলার পরবর্তী তারিখ আগামী ২২ জুন।

এদিকে, ২২ জুন বৃহস্পতিবার মরহুম জাকির খানের আত্মার মাগফেরাত কামনায় পার্কচেস্টার জামে মসজিদে তার পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে সকলকে আমন্ত্রণ জানান হয়েছে পরিবারের পক্ষ থেকে।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত