![পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/16/mmmmmmmmm@abnews_83589.jpg)
চট্টগ্রাম, ১৬ জুন, এবিনিউজ : প্রবল বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটিতে নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযানে রাঙামটি শহর থেকে একজন ও শহরের বাইরে থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
পার্বত্য অঞ্চলসহ পাঁচ জেলায় প্রবল বর্ষণ ও পাহাড় ধসের ঘটনায় এ নিয়ে ১৫২ জনের মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে শুধু রাঙাামটিতেই উদ্ধার হয় ১১০টি মরদেহ। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৫০ জনে দাঁড়ায়।
এবিএন/মমিন/জসিম