শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মতলবের হরিনায় কীটনাশক খেয়ে দুই শিশু হতাহত

মতলবের হরিনায় কীটনাশক খেয়ে দুই শিশু হতাহত

চাঁদপুর, ১৬ জুন, এবিনিউজ : ভুলক্রমে কীটনাশক খেয়ে জেসমিন আক্তার (১) ও ইয়াসমিন আক্তার (৪) নামে দুই বোন হতাহতের ঘটনা ঘটেছে। ছোট বোন মৃত্যুর কোলে ঢলে পড়েছে আর বড় বোনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা রেফার করা হয়েছে। গত ১৫ জুন চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আর অপর বোন ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়। হতাহত এই দু'বোন ওই গ্রামের ছৈয়াল বাড়ির ইয়াসিনের মেয়ে।

তাদের মা ফাতেমা বেগম জানান, বৃহস্পতিবার সকালে তার দু'মেয়ে জেসমিন ও ইয়াসমিন ঘরে খেলা করছিলো। এ সময় সকলের অগোচরে শোকেসে থাকা কীটনাশকের বোতল খুলে তারা তা খেয়ে ফেলে। এর কিছুক্ষণের মধ্যে ছোট মেয়ে জেসমিন ও বড় মেয়ে ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। তার কিছুক্ষণ পরই ছোট মেয়ে জেসমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর বড় মেয়ে ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্যে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। আপন দুই বোনের এমন করুণ হতাহতের খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে ওই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আর বাবা-মা পাগলপ্রায়।

এবিএন/ শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত