![চাঁদপুর শহরে মোটরসাইকেলের উপর অভিযানে পুলিশের ১৩ মামলা আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/16/chandpur@abnews_83594.jpg)
চাঁদপুর, ১৬ জুন, এবিনিউজ : চাঁদপুর শহরে মোটরসাইকেলের উপর পুলিশের বিশেষ অভিযানে বাধা প্রদান করায় আল-আমিন (৩৩) নামে ১ জন, মতলব দক্ষিণে ছাত্রদলের সভাপতি জিশানকে আটক করেছে পুলিশ। আটক আল-আমিনের বাড়ি চাঁদপুর শহরের পুরাণবাজারে। পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আফজাল হোসেনের নেতৃত্বে চাঁদপুর শহরের শপথ চত্বরে এ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল চালক মোঃ আল-আমিন (৩৩) অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের সাথে অশোভন আচরণ এবং পুলিশের কাজে বাধা প্রদান করায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও অভিযানে ২টি মোটরসাইকেলজব্ধসহ ১৩টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। ট্রফিক ও পুলিশ যৌথভাবে শপথ চত্বরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও হেলমেট ব্যবহার না করায় মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে কাগজ পত্র পরীক্ষা-নিরীক্ষা করেন। কাগজ পত্র পরীক্ষা-নিরীক্ষা কাজে সহযোগিতা করেন ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলাম রাকিব।
এবিএন/ শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর