![সোনাগাজীতে সাংসদের ভাতিজার ড্রেজার ও গাড়ীতে অগ্নিসংযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/16/capture_83628.jpg)
সোনাগাজী(ফেনী), ১৬ জুন, এবিনিউজ : পুলিশ ফাড়ির কয়েকশ গজের মধ্যে সোনাগাজীর সাংসদ রহিম উল্যাহর ভাতিজার মালিকানাধীন বালু মহলের ড্রেজার ও গাড়ীতে চতুর্থ বারের মত অগ্নিসংযোগ করেছে স্বদলীয় প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলার আমিরাবাদ ইউপির মুহুরি প্রজেক্ট সংলগ্ন বালু মহলে অগ্নিসংযোগের ফলে একটি ড্রেজার ও গাড়ী সম্পুর্ন ভস্মিভুত হয়ে যায়।
অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ মঙ্গলকান্দি ইউপির ডাকবাংলা থেকে সিএনজিসহ চার জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় ফেনী থেকে ৮/৯ টি সিএনজি যোগে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে চিহ্নিত সন্ত্রাসীরা বালু মহালে গিয়ে এলোপাথারা বোমা ও গুলি বর্ষন করে গানপাউডার ও পেট্রল দিয়ে ড্রেজার ও গাড়ীতে অগ্নিসংযোগ করে।এসময় তাদের পিটুনীতে বালু মহালের নাইট গার্ড গুরতর আহত হয়।
বালু মহালের পাশ্ববর্তী এক বাসিন্দা জানান,সন্ত্রাসীরা অন্তত ৫০/৬০ রাউন্ড গুলি বর্ষন ও শতাধীক ককটেলের বিস্পোরন ঘটায়।যার কারনে রাতের নিস্তব্ধতা ভেঙ্গে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় ডাকবাংলা থেকে সিএনজিসহ পৌরসভার বাসিন্দা সুজন,সাগর,রনি,পিয়াস কে আটক করে।থানা হাজতে আটককৃত ৩ জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন,তাদের কে চরছান্দিয়া ইউপির টুটুল পাটোয়ারী ও সদর ইউপির চরখোয়াজ গ্রামের রিয়াজ ফুসলিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়।অপরজন নিজেকে সিএনজি চালক দাবী করে।
ঘটনার জন্য স্থানীয় আওয়ামী সমর্থক স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ ফেনী সদরের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিশ্বস্থ আমিরাবাদ ইউপির যুবলীগ সাধারন সম্পাদক আইয়ুব নবী ফরহাদ ও উপজেলা ছাত্রলীগের সদ্য মনোনিত সাধারন সম্পাদক ইফতেখার খন্দকার কে দায়ী করে বলেন,তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন,বালু মহলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ নেওয়া হয়েছে।নিজাম হাজারীর অনুগত রিপন চেয়ারম্যান নবাবপুরে বালু উত্তোলন করলেও রাজনৈতিক প্রতিহিংসা ও চাঁদার দাবীতে তারা চতুর্থবার অগ্নিসংযোগ করে।
তবে ইফতেখার ও ফরহাদ তাদের বিরুদ্ধে সাংসদের আনিত অভিযোগ প্রত্যাক্ষান করে বলেন,তিনি আমাদের বাড়ীতে কয়েকবার ডাকাতির ইন্ধন দিয়েছে।সেই বিষয়টি আড়াল করার জন্য মিথ্যা অভিযোগ করে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ন কবির বালু মহালে অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করে জানান,লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত গত দুই বছর পূর্বে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতে উন্নয়ন কাজের কমিশন বানিজ্যের ভাগবাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ফেনী সার্কিট হাউজে সাংসদ রহিম উল্যাহকে লাঞ্চিত করা হয়।
ঘটনার জন্য রহিম উল্যা সদরের সাংসদ জেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন হাজারীকে দায়ী করে।সেই থেকে দুই সাংসদের মধ্যে চরম বৈরী সম্পর্ক বিরাজ করছে।যার ফলে দুই সাংসদের সমর্থকদের মধ্যে সোনাগাজীতে বহু বার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।বালু মহালে চতুর্থবার অগ্নি সংযোগের ঘটনা সেই বৈরী সম্পর্কের জের বলে মনে করা হচ্ছে।
এবিএন/রিপন/জসিম/এমসি