![পৌর কাউন্সিলর তিতুর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/17/raj_83741.jpg)
রাজবাড়ী, ১৭ জুন, এবিনিউজ : রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলমগীর হোসেন তিতুর আয়োজনে গতকাল শুক্রবার ২নং বেড়াডাঙ্গার তার নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী।
অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সফিকুল হোসেন সফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করায় রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলমগীর হোসেন তিতুকে ধন্যবাদ জানান এবং তার প্রশংসা ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় কাউন্সিলর শেখ আলমগীর হোসেন তিতু কাজী ইরাদত আলীর নিকট এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার দাবি করলে তিনি তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
ইফতার মাহফিলপূর্বে শেখ আলমগীর হোসেন তিতুর প্রয়াত পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনা করেন।
এবিএন/রবিউল ইসলাম/সাদিক/জসিম/এসএ