শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে চিকুনগুনিয়া সম্পর্কে জনসচেতনা বিষয়ক কর্মশালা ও র‌্যালী

মানিকগঞ্জে চিকুনগুনিয়া সম্পর্কে জনসচেতনা বিষয়ক কর্মশালা ও র‌্যালী

মানিকগঞ্জে চিকুনগুনিয়া সম্পর্কে জনসচেতনা বিষয়ক কর্মশালা ও র‌্যালী

মানিকগঞ্জ, ১৭ জুন, এবিনিউজ : মানিকগঞ্জে চিকুনগুনিয়া রোগ সম্পর্কে জনসচেতনা বিষয়ক কর্মশালা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার মানিকগঞ্জ কনেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ সদর হাসপাতাল, সিভিল সাজন অফিস ও মানিকগঞ্জ পৌর সভা উদ্যোগে চিকুনগুনিয়া রোগ সম্পর্কে জনসচেতনা বিষয়ক কর্মশালা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চিকুনগুনিয়া রোগ সম্পর্কে জনসচেতনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মশালা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জজ কোটের পিপি মো. আব্দুস সালাম, সেচ্ছাসেবক লীগ জেলার সভাপতি লিয়াকত আলী ভান্ডারিসহ প্রমুখ।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত