![মানিকগঞ্জে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/17/abnews-24.bbbb_83794.jpg)
মানিকগঞ্জ, ১৭ জুন, এবিনিউজ : মানিকগঞ্জ জেলার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক। সভায় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জনা খান মজলিস, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, স্থানীয় সরকার বিভাগ মানিকগঞ্জের উপ পরিচালক মো. আবদুল মতিন, মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো ইমরান আলী , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলিমুজ্জাম মিয়া। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জেলার উপজেলা চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা