মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

রাজবাড়ীরতে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীরতে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী, ১৭ জুন, এবিনিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দিতে উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের নির্বাচিত পাট চাষী সমাবেশ ১৭ জুন শনিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

পাট অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল এবং উপসহকারী পাট উন্নয়ন কার্যালয়ের আয়োজনে দিন ব্যাপী পাট চাষী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, সহকারী পরিচালক (ফরিদপুর অঞ্চল) মরিয়ম বেগম, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আঃ সাত্তার মোল্লা।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম তার বক্তব্যে বলেন ,পাট জাতীয় সম্পদ,উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন করে পাটের উৎপাদন বাড়াতে হবে এবং পলিথিনের ব্যবহার বন্ধ করে পাট জাতীয় দ্রব্য ব্যবহার করতে হবে।

এবিএন/রবিউল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত