বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাহাড় ধস: ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানো অব্যাহত

পাহাড় ধস: ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানো অব্যাহত

পাহাড় ধস: ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানো অব্যাহত

খাগড়াছড়ি, ১৬ জুন, এবিনিউজ : খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এরইমধ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়ও খোলা হয়েছে আরো একটি আশ্রয় কেন্দ্র। সেখানে ঝুঁকিতে বসবাসকারী বেশ কিছু পরিবারকে আশ্রয় কেন্দ্র্রে নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে খাবারসহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে।

খাগড়াছড়িতে টানাবর্ষণে জেলা সদরসহ ৯ উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধস দেখা দিয়েছে। এ জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে সহস্রাধিক পরিবার। সম্ভাব্য পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণস্থানে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার উদ্যোগ নেয়।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এরপরও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীরা সরে যেতে রাজি হয়নি।

এরপর গতকাল শুক্রবার খাগড়াছড়ি পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শারমিন এর নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর শহরের, কলাবাগান, নেন্সিবাজার, শালবন, হরিনাথ পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৩০টি পরিবারকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। অন্যদিকে মানিকছড়ি সদরে মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে একটি আশ্রয় কেন্দ্র্র খোলা হয়েছে। সেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিয়ে আসা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের তিনবেলা খাবার ও নগদ অর্থ সাহায্য প্রদানসহ আরো আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে আশ্রিতরা বলছেন সরকার যেন তাদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেয়।

এদিকে আশ্রয় কেন্দ্র্র স্থায়ী সমাধান নয় উল্লেখ করে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত