শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুর কামালদি ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মাদারীপুর কামালদি ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মাদারীপুর কামালদি  ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মাদারীপুর, ১৮ জুন, এবিনিউজ : জেলার রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি এলাকায় ট্রাক-বিআরটিসি পরিবহন মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন এবং আসংকাজনকসহ আহত রয়েছে ১৫ জন। এই ঘটনায় প্রায় ২ঘন্টার বেশী মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

পুলিশ ও স্থাণীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহন(ঢাকা মেট্রো-ব-১১-৬৭৫২) সাধুরব্রীজ ও কামালদি ব্রীজের মাঝে ভারত নামকস্থানে উপর দিক থেকে আসা দ্রুতগামী মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো ট-১৮-৪৭৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বগুড়ার সারিয়াকান্দি এলাকার স্বপন কুমার ঘোষের ছেলে শুভ কুমার ঘোষ(২০), বরিশাল সদরের জাকির(৪৫) সহ তিন জন নিহত হয়। একজনের কোন পরিচয় এই সংবাদ লেখা পযন্ত পাওয়া যায়নী। এই ঘটনায় আসংকাজনকসহ আহত রয়েছে ১৫ জন। তবে সড়ক দুর্ঘটনা হওয়ার পর থেকে প্রায় ২ ঘন্টা মহাসড়কে যানচলাচাল বন্ধ ছিল এবং পুলিশ গাড়ী দুটিকে সড়ক থেকে সরানোর পর গাড়ী চলা চল স্বাভাবিক হয়।

মাদারীপুরের ফায়ার সার্ভিসে স্টোশন অফিসার মো. আক্তার হোসেন জানান, সড়ক দুঘটনার পরপরই আমরা ঘটনাস্থল এসে দুইজনের মৃত্যু দেহ বের করি এবং হাসপাতালে আসংকাজনক রয়েছে আরও অনেকে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত