![বজ্রপাতে নড়াইলে আওয়ামী লীগ নেতার মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/18/bazropat_83943.jpg)
নড়াইল, ১৮ জুন, এবিনিউজ : বজ্রপাতে নড়াইলের নড়াগাতি থানার মাউলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল মুন্সীর (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে ইসলামপুর খেয়াঘাটের কাছে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মাউলী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মিকু বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঠাদুরা গ্রামের মিকাইল হোসেনসহ এলাকাবাসী জানান, শনিবার বিকেলে ইসলামপুর গ্রামের কামরুল মুন্সী বাড়ির পাশে খেয়াঘাটের আম গাছতলায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে, বজ্রপাতে কাঠাদুরা গ্রামের আনোয়ার হোসেনের একটি গাভী মারা গেছে। গাভীটি বাড়ির পাশে তালগাছে বাঁধা ছিল।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইমরান