![সাংবাদিক ইসমাঈল সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/18/untitled-1 copy_83959.jpg)
ফেনী, ১৮ জুন, এবিনিউজ : পেশাগত কাজে ফেনীতে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভার যোগদান প্রাক্বালে সদর উপজেলার লক্ষীপুর গ্রামের হাজারী সড়ক সংলগ্ন স্থানে সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন সড়ক দুঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তিনি বর্তমানে ফেনী সেভরন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ডাক্তার জানিয়েছে তার শরীরের অনেকখানি জখম হয়েছে এবং হাতের হাঁড়ে গুরুতর স্পেকচার ধরা পড়েছে।
উল্লেখ্য, সাংবাদিক ইসমাইল দৈনিক নবচেতনা পত্রিকার ফেনী প্রতিনিধি, দৈনিক আমাদের ফেনী পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল এবিনিউজ২৪.কম’র ফেনী প্রতিনিধি এবং ফেনী প্রেসক্লাবের সহযোগি সদস্য হিসাবে কর্মরত রয়েছে।
এবিএন/ইসমাঈল/জসিম/ইমরান