শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

জনগণের জন্য কাজ করুন : জেলা প্রশাসক

জনগণের জন্য কাজ করুন : জেলা প্রশাসক

রাজবাড়ী, ১৮ জুন, এবিনিউজ : দ্বিতীয় লোকাল গভর্ন্যাস সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি -)- এর আওতায় জেলা সমন্বয় কমিটির ডিসিসি সভায়, জেলা প্রশাসক সরকারী কর্মকর্তা ওজনপ্রতিনিধিদের বলেন জনগণের জন্য কাজ করুন তাহলেই সব যায়গায় সঠিক মূলায়ন পাবেন।

১৮ জুন রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আব্দুর কাদের, সদর সদর উপজেলা চেয়ারম্যান এড: এম এ মালেক, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

জেলা প্রশাসক মোঃ শওকত বলেন যত্র তত্র কালভার্ট নির্মাণ করা যাবে না। তাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাছারাও যে ভাবে কালভার্ট ও ব্রীজ নির্মাণের নামে সরকারি টাকা পানিতে ফেলা হচ্ছে। সরকার হাজার হাজার কোটি টাকা ব্যায় করছে উন্নয়ন করার জন্য কিন্তু বাস্তবে কি কতটা বাস্তবায়ন হচ্ছে।

সকার তো মনে করছে উন্নয়ন ঠিকমতই হচ্ছে কিন্তু যারা সরকারের এই উন্নয়নের চিন্তা বাস্তবায়ন করবে তারা বেশির ভাগ কর্মকর্তাই আন্তরিকতার সাথে কাজ করছে না।তাই সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি আপনাদের সকলকে বলছি আন্তরিকতার সাথে কাজ করুন।তা নাহলে কাজে কোন রকম কোন তুটি বা অবহেলা পেলে সাথে সাথে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

আমি কিছু দিন আগে বানিবহ ইউনিয়নের হরায় নদীর উপড় দিয়ে নির্মাণাধীন ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেছি। সেই কাজের মান এত খারাপ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। তো এভাবে যদি সরকারি টকা লুট হয় তাহলে কি ভাবে দেশ ডিজিটাল হবে।

সাবেক অধ্যক্ষ সংক্কর চন্দ্র সিন্হা তার বক্তব্যে বলেন একজন জনপ্রতিনিধিকে জিজ্ঞাসা করলাম রাস্তার কাজের মান এমন কেন সে উত্তর দিলো সরকারি কাজ ৩০ % এর বেশি কাজ হয় না বোঝেনতো।তো ৩০% কিন্তু কেন এবং বাকী ৭০% যায় কোথায়।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত