![সাটুরিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/19/attohotta@abnews_84066.jpg)
মানিকগঞ্জ, ১৯ জুন, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তিল্লী ইউনিয়নের পূর্ব চরতিল্লী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রৌশন অারা (২০)। লাশ উদ্ধার করে রবিবার দুপুরে মায়নাতদন্তের জন্য প্রেরন করেছে পুলিশ। তিল্লী ইউপি চেয়ারম্যান অা: ছালাম জানায়, কয়েক বছর পূর্বে শফিকুলের সাথে বিয়ে হয় রৌশনারার। শনিবার মধ্যে রাতে শফিকুলের বাড়িতে সবাই ঘুমাতে যায়। রবিবার সকালে বাড়ি বারান্দার একটি রুমে রৌশনারার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তবে স্থানীয় প্রতিবেশিরা দাবী করেছে শ্বশুর বাড়ির লোকজন রৌশনারাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে অাত্নহত্যা বলে প্রচারের চেষ্টা করছে।
সাটুরিয়া থানার এসঅাই অাব্বাস অালী জানায়, খবর পেয়ে দুপুরে লাশ করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর বুঝাযাবে এটি হত্যা না অাত্নহত্যা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর