![রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে, মা-মেয়েসহ তিনজনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/06/19/chakbazar.abnews24_84084.jpg)
ঢাকা, ১৯ জুন, এবিনিউজ : রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে টিনশেড ঘরের চালায় তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই এলাকার বাচ্চু মিয়ার মা আমেনা বেগম (৫৫), স্ত্রী শিরিন আক্তার (৩০) ও মেয়ে আফরিন (৭)। প্রতিবেশী আলতাব হোসেন জানান, সকালে বৃষ্টির সময় আমেনা বেগম, তার পুত্রবধূ শিরিন আক্তার ও নাতি আফরিন ঘরেই ছিলেন। বেলা ১১টার দিকে বাসার উপর থাকা বিদ্যুতের তার ছিঁড়ে টিনের উপর পড়ে। এ সময় ঘরে থাকা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, তিনজনের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম